Wellcome to National Portal

'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, নড়াইল সদর, নড়াইল এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ! !! !!!


কী সেবা কীভাবে পাবেন

ক্র:নং

সেবার নাম

সেবা পেতে কি করণীয়

অসুবিধাসমূহ

সীমাবদ্ধতা

প্রকল্পভুক্ত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন

 

নির্ধারিতফরমে আবেদন করতে হবে এবং  

এরসংশ্লিষ্টকাগজপত্র  জমা দিতে হবে

উপজেলা সমবায় কার্যালয় হতে সংশিস্নষ্ট বিষয়ে আইন ও বিধি মোতাবেক পরামর্শ গ্রহন।

একই এলাকায় একই নামে একাধিক সমিতি না থাকা।

পেশাভিত্তিক অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন

নির্ধারিতফরমে আবেদন এবং

অন্যান্য কাগজপত্র জমাপ্রদান

উপজেলা সমবায় কার্যালয় হতে সংশিস্নষ্ট বিষয়ে আইন ও বিধি মোতাবেক পরামর্শ গ্রহন।

একই এলাকায় একই নামে একাধিক সমিতি না থাকা।

প্রশিক্ষণ প্রদান

সমবায় সমিতির সদস্যদেরকে

 আবেদন করতে হবে

ভ্রাম্যমাণ প্রশিক্ষণ জেলা সমবায় দপ্তর হতে প্রদান করা হয়। উপজেলা সমবায় দপ্তরে কোন প্রশিক্ষণ নাই।

মঞ্জুরীকৃত পদ না থাকা।

আশ্রয়ন (ফেইজ-২) প্রকল্পে ঋণ বিতরণ

আশ্রয়নের নীতিমালা অনুযায়ী   

পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্তদের আবেদনের প্রেক্ষিতে।

ঋণ নিয়ে দলিল বন্ধক রেখে চলে যাওয়া স্বাভাবিক। কারন,ঘরের দলিল সরকারী মূল্যে করা।

গ্রম্নপ ভিত্তিক ঋণ বিতরন,পরিশোধের ক্ষেত্রে গ্রুপ ভিত্তিক হওয়া।

 

সমবায় সমিতি নির্বাচন

৫০হাজারটাকারউর্দ্ধেশেয়ারমূলধনসমিতি

গুলোরনির্বাচনকমিটিগঠনেরপ্রস্তাবজেলা সমবায়অফিসারেরনিকটপ্রেরন

সদস্যদের আইন ও বিধি সংক্রামত্ম পর্যাপ্ত জ্ঞান না থাকায় নির্বাচন কার্যক্রম যথানিয়মে প্রায়শঃ পরিচালনা করতে পারে না।

সংশিস্নষ্ট বিষয়ে ব্যবহারিক প্রশিÿনের ব্যবস্থা না থাকা।