উপজেলা সমবায় কার্যালয়, নড়াইল সদর, নড়াইল হতে সেলাই মেশিন সরবরাহ করে এই অফিসের আওতাধীন সকল সমবায় সমিতির সদস্য পর্যায়ক্রমে সেঁলাই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। সে ক্ষেত্রে সমিতির সভাপতি বা সম্পাদক উপজেলা সমবায় অফিসার বরাবর শুধু একটি আবেদন করবেন। তাছাড়া কোন প্রকার ফি বা টাকা লাগবেনা। বর্তমানে আমাদের সাত (০৭)টি সেলাই মেশিন রয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী মেশিনের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। ইতো মত্যে বেশ কয়েকটি সমিতিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং একটি চলমান। বর্তমানে এই প্রশিক্ষণ বাবদ সরকারী কোন বরাদ্দ নেই তাই প্রশিক্ষণ ব্যয় (প্রশিক্ষকের সম্মানী, প্রয়োজনীয় কাপড়, চক ইত্যাদি) সমিতির নির্বাহ করতে হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোাচনা করা হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে প্রশিক্ষণার্থীদেরও সম্মানীসহ যাবতীয় ব্যয় অফিস বহন করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস